কাউকে ভালো লাগলে আমাদের কী করা উচিত ?.
কাউকে ভালো লাগলে আমাদের কী করা উচিত?
বর্তমানে ভালোবাসা, ভালো লাগা ব্যাপার গুলো কেমন জানি। হঠাৎ করে আপনার কাউকে পছন্দ হয়ে গেল। মনে কি যেন একটা হয়ে যায়। ভালো লেগে গেল। কিন্তু নিজেকে বুঝতে পারছেন না, তখন আপনার কী করতে হবে। মনের ভিতরে অনেক ভয় কাজ করে থাকে।
আমাদের কখন কাকে ভাল লেগে যায় আমরা নিজেরাও জানি না। কিন্তু যখন আমরা কাউকে পছন্দ করতে শুরু করি তখন আমরা ভেবে পাই না আমরা কি করব। এমন মুহূর্তে কী করা উচিত, সমাধান জানা যাবে নিচের অংশটুকু পড়লে।
আগে তাকে ভালো লাগার বিষয়টি ঠিক করুনঃ-
ভালো লাগার অনেক বিষয় থাকতে পারে। সেটা ভালবাসা বা অন্য দিক। তো আগে আপনাকে ভেবে নিতে হবে আপনার তাকে কোন দিক থেকে ভালো লাগে। আপনি তাকে ভালবাসেন বা ভালবাসতে চান কিনা এটা আগে ভেবে দেখুন। ভালবাসা আর অন্য ব্যাপার গুলো আলাদা। সাথে এটাও ভাববেন এমনটা নয়তো যে, আপনি তাকে ভালবাসেন না বা ভালবাসবেন না।
শুধু ভালো লাগাটা কোন ব্যাপার নয়। অন্য কারণ তবে সেটা ভালবাসা নয়। তাই আপনাকে ঠিক করে নিতে হবে কোন ব্যাপারে বা কোন দিক থেকে আপনি তাকে পছন্দ করেন। সেটা জানা গেলেই আপনি ঠিক করতে পারবেন আপনার তাকে পছন্দ হলে আপনার কি কি করা উচিত।
ভালবাসতে চাইলে কি করা উচিতঃ-
আপনার যদি মনে হয় আপনি তাকে ভালবাসেন বা ভালবাসতে চান। তাহলে আপনার তো অনেক কিছুই করা উচিত হবে। প্রথমত তার কাছে থাকার চেষ্টা করুন। আপনার ইচ্ছে তাকে বুঝানোর চেষ্টা করুন। ফাইনালি তাকে প্রপোজ করুন।
ভালবাসা ছাড়া অন্য কারণ থাকলে কি করা উচিতঃ-
ভালবাসা ছাড়া অন্য কারণ থাকলে আপনার কাজ হাসিলের জন্য তাকে অফার করতে পারেন। নিজে না পারলে অন্যকে দিয়ে অফার করুন। তাকে বুঝানোর চেষ্টা করুন।
এমনিতেই ভাল লাগলে যা করবেনঃ -
এমনিতেই ভাল লাগলে কি আর করবেন। ভাল যখন লাগছে তো লাগতে দিন। সমস্যা থাকলে বাদ দিন। তবে আপনি আপনার ভাবনাতে আরো কিছু যোগ দিতে পারেন। কিন্তু অতিরিক্ত বেশি কিছু করতে যাবেন না। এতে হিতে বিপরীত ঘটতে পারে।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন