বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নবদম্পতিদের জন্য ১১ টি পরামর্শ কি কি ?.


নবদম্পতিদের জন্য ১১ টি পরামর্শ কি কি ?.

এই সময় প্রচুর বিয়ে হচ্ছে। বিয়ে হল শুধু দুটি মন নয় দুটি পরিবারের মিলন। তাই বিয়ের পর আমাদের এক নতুন জীবন শুরু হয়। সেই নতুন জীবন সুন্দর করে তোলা আমাদের তখন খুব গুরুত্বপূর্ন হয়ে দেখা দেয়। কিন্তু আমাদের আগে থেকে সেই ধারণা না থাকার জন্য আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে আলোচন করা হল সেই সব সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন। 

১. সব সিদ্ধান্ত দুজনে মিলে নাও। নিজে থেকে কোন বড় সিদ্ধান্ত নিতে যাবেন না।

২. দুজনেই দুজনের শ্বশুরপক্ষকে আপন করে নেবেন। একজন যদি তা না করে তবে তা আরেকজনের কাছ থেকে আশা না করাই ভালো।

৩. আগামী পাঁচ বছর কীভাবে এগুবেন তার একটি পরিকল্পনা করুন । সব পরিকল্পনা হয়ত সফল হবে না, কিন্তু জীবন সুশৃঙ্খল হবে।

৪. একে অন্যের গুণের প্রশংসা করুন, দোষ করলেও সেগুলি মিষ্টি হেসে তুলে ধরুন। সংসারে শান্তির জন্য মিষ্টি হাসি খুব বড় ওষুধ।

৫. ইংল্যান্ডে একসময় একটি প্রতিযোগিতার চল ছিল। তাহলো কোনো দম্পতি যদি টানা একবছর ঝগড়া না করে থাকতে পারে তবে তাঁদের বিশেষ একটি পুরস্কার দেওয়া হবে। পাঁচশ বছরে এ পুরস্কার কজন পেয়েছিল জানো? মাত্র আটজন! তাই ঝগড়াহীন দাম্পত্য জীবন অসম্ভব। এগুলোরও সৌন্দর্য আছে।

৬. খুব জরুরি না হলে নিজেদের ব্যক্তিগত সমস্যায় তৃতীয় পক্ষকে না টানাই ভালো।

৭. মুরুব্বিদের ছায়ার নিচে থাকুন। দেখবেন তাঁদের অভিজ্ঞতা অনেক সমস্যা দূর করছে। চাইলে এমনকি আলাদা থেকেও নিবিড় যোগাযোগ রাখার মাধ্যমে এ ছায়ার নিচে থাকা যায়।

৮. সবার সাথে মিশুন, দুঃখ-বেদনা ভাগ করে নিন; তাই বলে নিজেদের প্রাইভেসি একেবারে বিসর্জন দেবেন না।

৯. অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সঞ্চয় কর।

১০. একজন স্বামী সারাদিন কাজকর্ম করে যেরকম টায়ার্ড থাকেন, তাঁর স্ত্রী সংসার সামলে তারচে কম টায়ার্ড থাকেন না।

১১. একে অন্যকে সম্মান দিন। দুজনে পরস্পরের কথা মনোযোগ দিয়ে শুনুন।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন