শরীরকে রোগের হাত থেকে বাঁচাতে হলে প্রতিদিন শসা কেন খাবেন ?.
কমশরীরকে রোগের হাত থেকে বাঁচাতে হলে প্রতিদিন শসা খান -
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে -
শসায় উপস্থিত পুষ্টিগুণ শুধুমাত্র উচ্চ রক্তচাপের ক্ষেত্রেই নয় নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে। শসার মধ্যে থাকা ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, সিলিকা, পটাশিয়াম ইত্যাদি উপাদানগুলি শরীরে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করে।
কিডনি স্টোন দূরীকরণে -
শসার মধ্যে প্রায় ৯৬ শতাংশ জলীয় পদার্থ থাকে। সেই কারণে শসা দেহের বর্জ্য ও দূষিত পদার্থ দূরীকরণের মাধ্যমে কিডনি স্টোন গলিয়ে দিতে সাহায্য করে। এছাড়াও গলব্লাডার, ইউরিনারি, লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যায় শসার জুড়ি মেলা ভার।
হজমে সহায়তাকারী -
প্রতিদিন ভারি মিল খাওয়ার পর যদি কাঁচা শসা চিবিয়ে খাওয়া হয় তবে শসার মধ্যে থাকা ইরেপসিন নামক এক যৌগ তথা এনজাইম দীর্ঘদিনব্যাপী শরীরের মধ্যে থাকা কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যাকে দূর করে আপনাকে মুক্তি দেয় আলসার, এসিডিটি গ্যাস্ট্রাইটিস ইত্যাদি থেকে।
চুল, নোখ এবং চোখের যত্নে শসা -
নিয়মিত শসা খাওয়া আপনার চোখে ছানি পড়া আটকাতে পারে। এছাড়াও শসার মধ্যে থাকা সিলিকা এবং সালফার চুলের জন্য বিশেষ উপকারী হওয়ার পাশাপাশি শসার মধ্যে থাকা অন্যান্য খনিজ লবণ শরীর ভালো রাখতে সাহায্য করে।
ক্যান্সারের ঝুঁকি কমাতে -
শসার মধ্যে রয়েছে এমন কিছু আয়ুর্বেদিক উপাদান যা স্তন, জরায়ু ইত্যাদি বিভিন্ন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় অনেকটাই
মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে শসা -
আপনার যদি ঘুম থেকে উঠে মাথা ব্যথার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যহ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার একটু শসা চিবিয়ে খেয়ে ঘুমাতে যাওয়া উচিত।
শারীরিক জল শুন্যতায় শসা -
প্রায় ৯৬ শতাংশ জল দিয়ে তৈরি শসা শরীরে কোনো কারণে ডিহাইড্রেশন হলে সেই সময় জলের পরিবর্তে শসা খেলে তা আপনার শরীরকে জলের যোগান দিয়ে থাকে।
শরীরে ভিটামিনের যোগান -
শরীরের রোগ প্রতিরোধ করার জন্য যে সকল ভিটামিন এর প্রয়োজন হয় তার বেশিরভাগই রয়েছে শসায়। শসার মধ্যে ভিটামিন বি, সিকে ছাড়াও আরও বেশ কিছু পরিমাণ পুষ্টি দ্রব্য রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে শসা -
আপনি যদি সুগার বা ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকদিন শসা খাওয়া বিশেষ প্রয়োজন। এছাড়াও শসার মধ্যে থাকা পুষ্টিগুণ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ।
আরো পড়ুন -মেয়েদের মন জয় করার বিভিন্ন উপায় কি কি ?.
বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়েকে কি প্রশ্ন করবেন ?.
(আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।)
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন