শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

মেয়েদের ইমপ্রেস করার সহজ উপায় কি কি


মেয়েদের ইমপ্রেস করার সহজ উপায় কি কি ?.
  Impress এই কথাটির মানে হচ্ছে ছাপ, প্রভাব, বৈশিষ্ট্য। কিন্তু যদি কাজের কথায় আসি তাহলে এটির মানে দাঁড়াবে প্রভাবিত করা অথবা আখ্যায়িত। অর্থাৎ আপনি এমন কাউকে এমন কিছু বলেছিলেন যেটার কারনে সে আপনাকে আজও পর্যন্ত মনে রেখেছিল। আর সেটাই হচ্ছে প্রকৃত পক্ষে কাউকে ইমপ্রেস করা।


আর এটা তো আমরা সবাই করতে চাই তাই না। বিশেষ করে প্রিয় মানুষটির সাথে! যাতে আপনি সারাজীবন তার মনেই থাকতে পারেন। তবে আর চিন্তার কিছু নেই।

আজ আমরা এই ভিডিওতে এমন কিছু ট্রিক সম্পর্কে জানতে চলেছি, যেগুলোর ব্যবহারে আপনি খুব সহজেই যে কাউকে ইমপ্রেস করতে পারবেন।

সে আপনার রিলেটিভ, প্রতিবেশী, ক্লাসমেট, ফ্রেন্ড বা যেকোনো কাও হয়ে থাকুক না কেন। তাহলে আপনিও যদি জানতে চান কিভাবে যে কাউকে খুব সহজেই ইমপ্রেস করা যায়?

অথবা কোন মেয়ে বা কোন ছেলেকে? তাহলে অবশ্যই এই পোস্টটি একদম শেষ পর্যন্ত পড়তে থাকুন।

মেয়েদের ইমপ্রেস করার সহজ উপায়-

1.RIGHT SIGHT: অর্থাৎ সঠিক দিকে তাকান।। লাভ আট ফাস্ট সাইট এই কথাটির মানে হয়তবা আপনি এখনো জানেন না। লাভের স্টার্টিং হয় তাকানোর ভঙ্গিমা থেকে।

তাহাকে তাকানোর ভঙ্গিমা চেঞ্জ করে নেওয়া যাক। যে কেউ এমনিতেই impress হয়ে পড়বে। তো যারা ভাবছেন কীভাবে? তো চলুন বুঝে নেওয়া যাক।


মেয়েরা, খুব সহজেই বুঝে ফেলে আসলেই ছেলেদের নজর কোন দিকে রয়েছে। তাহলে নিজের নজর সব সময় ঠিক সাইডে রাখুন। সঠিক মানুষ, যেমন কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন।

তাহলে সে ভাববে আপনি হয়তো তার সাথে কথা বলতে খুশি আছেন এবং আপনার মনে হয়তোবা কোন বাজে মতলব নেই। এবং সব থেকে বড় কথা আছে আপনার সাথে কথা বলতে ন্যাচারালই একটা আলাদা ফিলিংস পাবেন। এবং সে মিথ্যা বলতে ভয় পাবে। মনে মিথ্যা বলবেনা।

2)SMILING FACE: কোন মানুষের সাথে চোখে চোখ পড়ে গেলেই SMILE পাস করুন। SMILE ভিতরে থেকে হবে। তার মানে এই নয় সবকিছু বার করে পাগলের মতো হাসতে থাকা।

তাহলে সে ইমপ্রেস হওয়ার পরিবর্তে, উল্টা আপনার থেকে দূরে চলে যাবে। একটা হালকা Natural হাসিই যথেষ্ট। সেটা সেই মানুষের কিছু attention ব্রেক করবে।

আর আপনি তার মনের জায়গা দখল করতে পারবেন। হাসিখুশি ভেতর সেই অনুভূতিটি রাখার চেষ্টা করুন। যে আপনি তাকে দেখে খুশি আছেন।

আর এমনটি আপনি সবার সাথেই করতে পারেন। কারণ হতে পারে কে জানে ওই টাইমে সে আপনাকে নোটিশ করছে?

3) BE SELFLESS: একটি ছেলে ছিল। সে এক মেয়েকে খুব পছন্দ করত। তাদের বাবা-মা একে অপরের খুব ভালো বন্ধু ছিল।

একদিন মেয়েটির বাবা ছেলেটির কাছ থেকে বিশেষ একটা ব্যাপারে হেল্প চাইলো এবং ছেলেটি কিছু না ভেবেই তাদেরকে সাহায্য করার কাজে লেগে পড়লো।

সে অনেক পরিশ্রম করে। আর তাদেরকে সাহায্য করতে SUCSESS হয়। বলুনতো কি কারণ ছিল ওই ছেলেটির মানে মেয়েটিকে হেল্প করার?

কারন ছেলেদের মন থেকেই মেয়েটিকে নিঃস্বার্থ ভাবে হেল্প করতে ভালো লাগছিল। তার মনে সারাক্ষণ কোনো কুমতলব ছিলনা।


সে তাকে হেল্প করার কাজে ব্যস্ত ছিল। বন্ধুরা আপনি যদি কোনো স্বার্থ ছাড়া কাউকে হেল্প করেন তাহলে না চাইলেও সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে

তাই সবসময় নিজের উপর চিন্তা না করে, মাঝেসাঝে অন্যান্য ব্যক্তিগত স্বার্থ ছাড়া ভালবাসে থাকুন। আর দেখুন আপনার প্রতি ইমপ্রেস হয়ে পড়ে ।

এই 3টি টিপস গুলো এপ্লাই করলে আপনারা অল্প কিছুদিনের মধ্যেই এর MAGIC টি লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক আর একবার দেখে নেওয়া যাক। এছাড়াও আপনাকে আর কি কি করতে হবে। তার একটি শর্ট সামারি।

1) RIGHT SIGHT: সঠিক দিকে দৃষ্টি রাখুন।
2) SMILING FACE: সুন্দর একটা হাসি রাখা।
3) BE SELFLESS: অন্যকে সাহায্য করা।
4) EFFECTIVE TALKING: কমেডি করা Practical কথাবার্তা বলা।
5) BE GOOD LOOKING: ফ্রেস এবং ভালো পোশাক পরা।

  (আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।)

0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন