সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ব্রা ও স্বাস্থ্য সম্পর্কিত ভুল ধারণা ও সঠিক তথ্য গুলি কী কী ?.


ব্রা ও স্বাস্থ্য সম্পর্কিত ভুল ধারণা ও সঠিক তথ্য গুলি কী কী ?.

  ব্রা বা ব্রেসিয়ার অনেক দিন ধরেই নারীদের ক্ষেত্রে একটি প্রতিনিয়ত প্রয়োজনীয় উপকরণ হিসেবে প্রচলিত। বহুকাল ধরে ব্রা’র ব্যবহার নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত হয়ে আসছে। এটি পরা বা না পরা নিয়ে পাশ্চাত্যের ফেমিনিস্টরা নানা প্রচারও চালাচ্ছেন। এর সাথে অনেকের মনের মধ্যে রয়েছে মনগড়া কিছু ভুল ধারণা।

 এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসা শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। তথাপিও ধারণার বশবর্তী হয়ে ব্রেসিয়ার ব্যবহারের ক্ষেত্রে নানা নিয়ম পালন করতে দেখা নারীদের। আশ্চর্যের বিষয় হলো ভুল ধারণার কারনে ব্রেসিয়ার ব্যবহারে নারীরা স্বাস্থ্য বিষয়ক ক্ষতির সম্মুখীনও হয়ে থাকেন নিজের অজান্তে। বিশেষজ্ঞদের মতে ব্রা বিষয়ক প্রচলিত ভুল ধারণাগুলো জেনে নিন:

১..ব্রেসিয়ারটি কতটা ভালো তা হয়তো ব্রান্ডের ওপর নির্ভর করতে পারে, তবে সাইজ আপনার জন্যে দেখে নিতে হবে। বক্ষযুগল সঠিকভাবে ধরে রাখার ক্ষেত্রে ভালো মানের সঠিক আকারের ব্রেসিয়ারই দরকার হবে, অন্য কিছু নয়।

২..ওয়াশিং মেশিনে ব্রেসিয়ার ধুতে পারেন। মেশিনে ওয়াশের সময় এর কাপড়ের নমনীয়তা নষ্ট হয়ে যেতে পারে। এবড়োখেবড়ো কাপড় স্তনের নমনীয় ত্বকের জন্যে ক্ষতিকর হতে পারে। তবে, ব্রা হাতে সাবধানে নিয়মিত ধোয়াই ভালো এবং প্রতিদিন পরিচ্ছন্ন ব্রা ব্যবহার করা উচিত।

৩..মোটা ফোমের ব্রা পরে বিছানায় শুয়ে থাকলে স্তন ক্যান্সার হয় বলে একটা আতংক বিরাজ করে অনেকের মধ্যে। বহুদিন ধরে এ নিয়ে নানা আশংকায়ও ভুগেছেন নারীরা অজ্ঞানতার কারনে। আসলেই এটি পুরোপুরি ভুল ধারণা। সাধারণত শোয়ার সময় যেমন ঢিলেঢালা পোশাক পরার কথা, তেমনি ভালো ঘুমের জন্য আটোসাঁটো ব্রা পরে না ঘুমানোই উত্তম।

৪..পৃথিবীজুড়ে সব ব্রেসিয়ারের আকার একরকম নয়। একেক ব্রান্ডের সাইজের ক্ষেত্রে ভিন্নতা চোখে পড়ে। আবার প্রয়োজনের উপর ভিত্তি করে ব্রেসিয়ারের আকার বদলে পরা যায়। আমেরিকা বা ইউরোপে ব্রা’র স্ট্যান্ডার্ড সাইজ প্রাচ্য দেশের সাইজের সাথে এক নাও হতে পারে। আপনার নিজের প্রয়োজন অনুযায়ী ট্রায়ালরুমে গিয়ে নিজের সঠিক মাপে আপনার ব্রা টি বেছে নিন।

৫..ব্যায়াম বা দৈহিক প্রশিক্ষণের সময় বিশেষ ধরণের ব্যা পরেন নারীরা। অনেকে বলেন, এই ব্রা না পরলে স্তনের আকার বড় হয়। অন্যগুলোর মতো এটিও ভুল ধারণা। এ ছাড়া ব্রেসিয়ারের ব্রান্ড বা ধরনের ওপর বক্ষের আকার গড়ে ওঠেনা।

৬..অনেকের ধারণা ব্রা ছাড়া পাশ ফিরে ঘুমালে স্তনের আকারে পার্থক্য হয়ে যায় বলে তারা রাতে শোয়ার সময় ব্রা পরে ঘুমান। এর পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু এমন কোনো প্রমান আজ অব্ধি পাননি বিশেষজ্ঞরা।

৭..অনেকের ধারণা হালকা রংএর ব্রেসিয়ার পোশাকের ওপর দিয়ে স্পষ্ট হয়ে থাকেনা। এ জন্যে সাদা রঙ এর ব্রেসিয়ার পড়তে বেশি আগ্রহ দেখা যায় নারীদের মধ্যে। কিন্তু কালো পাতলা পোশাকের উপর দিয়েও সাদা ব্রেসিয়ার দেখা যেতে পারে। তাই ত্বকের রং এর ব্রা সবচেয়ে মানানসই বলে মনে করা হয়। তবে সিনথেটিক কাপড়ের চেয়ে সূতি কাপড়ের ব্রা বেশি স্বাস্থ্যসম্মত।

৮..অনেকেই মনে করেন, ব্রেসিয়ার পরে ঘুমালে স্তনের আকার আকর্ষণীয় হয়। এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সারাদিন ব্রা পরে থাকলেও তা স্তনের আকারে কোনো প্রভাব ফেলে না।

(আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।)

0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন