বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মাত্র ১০ মিনিটে কালো ঠোঁট গোলাপি ও বাচ্চাদের ঠোঁটের মত আকর্ষণীয় করবেন কীভাবে ?.


মাত্র ১০ মিনিটে কালো ঠোঁট গোলাপি ও বাচ্চাদের ঠোঁটের মত আকর্ষণীয় করার ঘরোয়া উপায় ।

আমরা সকলেই চাই নিজের সৌন্দর্যের দ্বারা অন্যদেরকে আকর্ষিত করতে। আর নিজের সৌন্দর্য তো নিজের কাছে একটি শক্তি। তার সাথে সাথে সৌন্দর্য কিন্তু আমাদের ব্যক্তিত্বকে বাড়িয়ে দেয়। অনেকে এ কথার সাথে একমত হয় না কিন্তু এটাই হলো বাস্তবতা। কোন লোককে প্রথমে দেখলে তার ভিতরের গুনাগুন নিয়ে আপনি তাকে বা তার ব্যক্তিত্বকে জাজ করতে পারবেন না। কারণ সেটা সময় সাপেক্ষ।প্রথম দৃষ্টিতে তার সৌন্দর্য আপনার চোখে পড়বে। এর মাধ্যমে আপনারা তার ব্যক্তিত্বকে তুলনা করেন, এটি কটু সত্য হলেও এটাই বাস্তবতা।

তাই বন্ধুরা আমরা সবাই চাই নিজেদের সৌন্দর্যকে তুলে ধরতে। আর নিজেদের চেহারার সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের ঠোঁট। যদি আমাদের ঠোঁট গোলাপি ও কচি হয় তাহলে সেটি আমাদের সৌন্দর্যকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। কুচকুচে কালো রঙের ঠোঁট কিন্তু আমাদের সৌন্দর্যের ধারক হতে পারে না। তাই আমরা যে কোন কিছুর বিনিময়ে আমাদের কালো ঠোঁটকে গোলাপি রঙের করতে চায়। তাই ঘরোয়া ভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহারে মাত্র ১০ মিনিটের মধ্যেই আপনার কালো ঠোঁটের রঙ পরিবর্তন হয়ে গোলাপী হয়ে যাবে।

১। কালো ঠোঁট মাত্র ১০ মিনিটে গোলাপি করার টিপসঃ

কালো ঠোঁট গোলাপি ও বাচ্ছাদের মত করতে প্রথমে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি ব্যবহার করতে যে সকল উপকরণ লাগবে।

 ১ টি সাদা রঙের টুথপেস্ট,যে ভাবে এই প্যাকটি ব্যবহার করবেনঃ

 প্রতিদিন সকালে নিয়মিত ভাবে আমরা যখন দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করার সময় কিছু পরিমাণ টুথপেস্ট দুই ঠোঁটে লাগাতে হবে। ৫ মিনিট সময় পর্যন্ত এই প্যাক টি থাকার পর দাত ব্রাশ করার ব্রাশ দিয়ে আলতো আলতো ভাবে সার্কুলার মোশনে ঠোঁটদুটো ব্রাশ করতে হবে। ১০ মিনিটের মধ্যে আপনার কালো ঠোঁটের রং সম্পূর্ণভাবে গোলাপি হয়ে যাবে।  

২। লবণ ও চিনির মিশ্রণে কালো ঠোঁট গোলাপি করবেন যেভাবেঃ

কালো ঠোঁট গোলাপি করতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি। যা ফলো করতে যে সকল উপকরণ লাগবে ।

 অল্প পরিমাণে চিনি, সামান্য পরিমাণে লবণ,

যেভাবে ব্যবহার করবেনঃ  

 বন্ধুরা, লবণ এবং চিনির মিশ্রণ ভালো মত করে মিশিয়ে নিতে হবে। কোন ধরনের পানি এই মিশ্রণে লাগানো যাবেনা। লেবু দিয়ে এই মিশ্রণ থেকে আমাদের ঠোঁটদুটো স্ক্রাপ করতে হবে সারকুলার মোশনে।

 ৫ মিনিট ধরে যদি আমরা লেবুর সাহায্যে স্ক্রাপটি করতে পারি আমাদের ঠোঁট কিন্তু খুব বেশি সুন্দর হয়ে যাবে। কালো রং পাল্টে একেবারে গোলাপি হয়ে যাবে।    

৩। কালো ঠোঁট গোলাপি করতে কফি পাওডারের সাথে চিনির মিশ্রণঃ

যে টিপসটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই টিপসটির জন্য যে সকল উপকরণ লাগবে।  

 ২ চা চামচ কফি পাউডার,

 ১টেবিল চামচ চিনি,

যেভাবে ব্যবহার করবেনঃ

 কফি পাউডার এর সাথে চিনি মিক্স করে দারুন একটি প্যাক তৈরি হয়ে যাবে। এবং তার সাথে সামান্য পরিমাণ লেবুর রস যোগ করে আমরা সে মিশ্রণটি আমাদের দুই ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষার পর যদি ধুয়ে ফেলুন।  দেখবেন আপনার কালো ঠোঁটের রং কতটা পাল্টে গেছে। ১০ মিনিটেই আপনি পেয়ে যাবেন গোলাপি ঠোঁট।

৪। মাত্র ১০ মিনিটে কালো ঠোঁট গোলাপি করতে টমেটোর সাথে লেবুর ব্যবহারঃ

এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি ব্যবহার করতে যে সকল উপকরণ লাগবে ।    

 ১ টি পাকা টমেটোর পেস্ট, ২ টেবিল চামচ লেবুর রস,যেভাবে ব্যবহার করবেনঃ

 টোমেটো ও লেবুর রস মিশিয়ে একটি তুলার সাহায্যে এই মিশ্রণের কিছু অংশ যদি নিয়ে আমরা দুই ঠোঁটে ম্যাসাজ করি, তাহলে আমাদের কালো ঠোঁট কিন্তু অনেক গোলাপি রঙের হয়ে যাবে।    

বন্ধুরা, উপরে যে সকল টিপস গুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটি টিপস কিন্তু দারুণ ভাবে কাজ করে আমাদের কালো ঠোঁটকে গোলাপি রঙের করে দিতে। ঠোটের কালো দাগ নিয়ে আর হতাশ না হয়ে আমাদের দেওয়া এই টিপসগুলো যথাযথ নিয়ম অনুসরণ করুন।

  (আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।)


0 Post a Comment:

একটি মন্তব্য পোস্ট করুন