নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট গুলি কি কি ?.
নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট গুলি কি কি ?.
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমরা জানি। কিন্তু এই সাধারণ নারকেল তেল দিয়ে চুলের যত্নে ব্যবহার ছাড়াও বিউটি প্রোডাক্ট তৈরি করা যায়। নারকেল তেল ত্বকের(Skin) যত্নে যেমনি ব্যবহার করা যায় তেমনি আপনার প্রতিদিনের সাজের সঙ্গীও হয়ে দাড়ায়! কীভাবে?
আপনার এই প্রশ্নের উত্তর দিতেই আজকের লেখনি। নিচে নারকেল তেল দিয়ে এমন সব বিউটি প্রোডাক্ট তৈরির উপায় তুলে ধরা হল যা আপনি নিজেই আরও কিছু উপাদান যোগার করে কম খরচে আর অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন।
চোখের সাজে আই লাইনার
উপকরণ
⇒ ২ চা চামচ নারকেল তেল
⇒ ২ চা চামচ অ্যালভেরা জেল
⇒ ১-২ Activate Charcoal ক্যাপসুল (কালো লাইনার)
⇒ অথবা ১/২ চা চামচ Cocoa Powder(ব্রাউন লাইনার)
প্রণালী
– সবগুলো উপাদান একসাথে একটি পাত্রে মিশিয়ে নিন।
– পছন্দ অনুযায়ী ব্ল্যাক লাইনারের জন্য Activate Charcoal আর ব্রাউন লাইনারের জন্য Cocoa Powder।
– এবার একটি এয়ারটাইট জারে মিশ্রণটি ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আই লাইনার।
দাঁতের যত্নে টুথপেস্ট
উপকরণ
⇒ ২ টেবিল চামচ নারকেল তেল
⇒ ৬ টেবিল চামচ বেকিং সোডা
⇒ ১০ ফোটা মিন্ট অয়েল
⇒ ১/২ চা চামচ মিহি সি সল্ট
প্রণালী
– সব উপকরণ একটি পাত্রে নিয়ে নিন।
– খুব ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত সব কম্বিনেশন মিলে একটি ক্রিমি মিশ্রণে রূপ না নিচ্ছে।
– একটি কাচের জারে আপনার তৈরি করা টুথপেস্ট(Toothpaste) রেখে ব্যবহার করুন।
ঠোঁটের যত্নে লিপ বাম
উপকরণ
⇒ ১ টেবিল চামচ নারকেল তেল
⇒ ১ টেবিল চামচ প্রাকৃতিক মোম
⇒ ১ চা চামচ অলিভ অয়েল
⇒ অথবা ১ চা চামচ রেড পাম অয়েল
প্রণালী
– হলুদ রংয়ের জন্য অলিভ অয়েল আর লাল/ কমলা রংয়ের লিপ বামের জন্য রেড পাম অয়েল
– একটি কাচের পাত্রে সব উপকরণ নিয়ে নিন।
– চুলায় আঁচ বাড়িয়ে দিয়ে একটি বড় পাত্রে পানি নিয়ে তার উপর কাচের পাত্রটি রেখে জাল দিন।
– চুলার আঁচে সব উপকরণ গলে একসাথে মিশে যাবে।
– এবার যে পাত্রে রাখতে চান সেটাতে ঢেলে নিন।
– ঠাণ্ডা হতে সময় দিন। এরপর ঠোঁটে প্রতিদিন এপ্লাই করুন।
হ্যান্ড স্ক্রাব
উপকরণ
⇒ ১ টেবিল চামচ নারকেল তেল
⇒ ২ টেবিল চামচ মধু
⇒ ১/৪ কাপ সি সল্ট
⇒ ১/৪ কাপ চিনি
⇒ ১ টেবিল চামচ লেবুর রস
প্রণালী
– প্রথম দুটি উপাদান অর্থাৎ নারকেল তেল(Coconut oil) এবং মধু একটি পাত্রে নিন।
– বাকি উপাদান আরেকটি পাত্রে নিয়ে ততক্ষন পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়।
– এবার সল্ট লবণ লেবুর রসের ক্রিমি পেস্টটি মধুআর নারকেল তেলের মিশ্রনে ঢেলে মিশিয়ে নিন।
– কাচের পাত্রে এই স্ক্রাবারটি রেখে ব্যবহার করুন।
(আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।)
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন