সদ্য বিবাহিত মহিলাকে কোন ৬ টি প্রশ্ন করবেন না ?.
সদ্য বিবাহিত মহিলাকে কোন ৬ টি প্রশ্ন করবেন না ?.
বিয়ের পর মেয়েদের জীবনটা একদম অন্যরকম হয়ে যায়, তাঁদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। সেই অধ্যায় ভালো নাকি খারাপ সেই বিতর্কে আর না যাওয়াই ভালো, তবে একটা বিষয়ে খুব খুব জোড় দিয়েই বলা চলে যে,
বিয়ের পর মেয়েদের জীবনযাত্রায় একটা স্বাভাবিক পরিবর্তন আসে, নতুন পরিবারে আসার কারণে অনেক নতুন মানুষের সাথেও তাঁদের পরিচয় ঘটে।
সেখানে এসে তাঁরা সবথেকে যে অসুবিধার সম্মুখীন হন, সেটা হলো নানারকম প্রশ্নের মোকাবিলা করতে হয় তাঁদের। তবে এমনটা আমি কখনোই বলছি না যে, তাঁদের প্রশ্ন করা কোনো অপরাধ। তবে এখানে কথা হচ্ছে যে, এমন কিছু প্রশ্ন আছে, যা নব বিবাহিত বধূকে রীতিমত অস্বস্তিতে ফেলে দেয়।
সেসব প্রশ্নে উত্তর দিতে মেয়েরা কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে এবার আসুন জেনে নেওয়া যাক, যে এমন কি প্রশ্ন আছে, যা কখনও কোনো সদ্য বিবাহিত মহিলাকে না করাই উচিৎ। নাহলে কিন্তু আপনিও অজান্তেই তাঁর অপছন্দের মানুষ হয়ে উঠতে পারেন।
এই প্রশ্নটা কিন্তু নব বধূরা সবথেকে বেশি অখুশি হন, তার কারণ হলো, বিয়ের পরে বাচ্চা নেওয়ার বিষয়টা সব মহিলাই একান্ত গোপন রাখতে চায়। তাই এই ধরণের প্রশ্ন কিন্তু তাঁদের কখনও করবেন না, কারণ এই ধরনের প্রশ্ন তাঁদের খুব অপছন্দ।
২.বিয়ের পর অনুভূতি কেমন -
বিয়ে করে এখন কেমন লাগছে তোমার?- এই ধরনের প্রশ্ন নব বধূদের অনেক প্রতিবেশিরাই জিজ্ঞেস করে থাকেন। কিন্তু ব্যপারটা হলো যে, এই প্রশ্নের কোনো উত্তর হয়না। তাই কেউ যদি নব বধূকে এরকম প্রশ্ন করেন, তাহলে নব বধূরা প্রশ্ন কর্তাদের দিকে বোকার মত হাঁ করে তাকিয়ে ছাড়া কোনো উপায় খুঁজে পান না।
সবসময় মনে রাখবেন যে, বিয়ের পর কিন্তু ১ টি নয়, মূলত ২ টি সংসারের দায় দায়িত্ব তাঁদের ঘাড়ে চেপে যায়, তখন মানুষের স্বাভাবিক চলাফেরায় একটু হলেও পরিবর্তন আসে। আর এটাই খুব স্বাভাবিক। এই নিয়ে কোনো কথা বা বলা, বা প্রশ্ন করা পুরোপুরি অবাঞ্ছিত।
৪. আচ্ছা তুমি এখনও তোমার পদবিটা পরিবর্তন করছ না কেন ? :-
আচ্ছা আপনার কেন মনে হয় যে, নাম পরিবর্তন করাটা খুব জরুরী? একজন মেয়ের বিয়ে হয়ে গেলে কি তাঁকে তাঁর পদবিটা বদল করতেই হবে? হ্যাঁ, তার স্বামী-শ্বশুরবাড়ির এই বিষয় নিয়ে এতো মাথা ব্যাথা নেই যখন, তবে কেন পাড়া-প্রতিবেশি এই বিষয়ে এত আগ্রহ দেখায়, তা কিছুতেই বুঝতে পারেন না এই নববধূগণ।
অনেকেই এমন আছেন যাঁরা মনে মনে ভাবেন যে, জ্বি, আপনি টাকাটা পাঠিয়ে দিন, কালকেই একটা ফ্ল্যাট কিনে ফেলবো। যিনি সংসার চালান একমাত্র তিনিই জানেন যে, তাকে সংসারের সমস্ত বিষয়টা সামাল দিতে হয়।
৬. আচ্ছা তোমার শ্বশুরবাড়ির লোকজন ঠিক কেমন? -
মানুষের প্রশ্নের কোনো সীমা নেই এবং তার কোনও শেষও নেই। একদিকে লোকজন মেয়েটির কাছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের নামে কথা জিজ্ঞেস করবে, এবং তারপর সেটাকে আরো বড় করে রঙ মাখিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সামনে উপস্থাপন করবেন। এটাই তাঁদের স্বভাব।
আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপণের উপর ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী জিনিস কিনুন তাহলে আমি কিছু কমিশন পাব।
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন